দেশে পৌঁছেছে চীনের উপহারের আরো ১৭ লাখ টিকা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ চীনের সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।মঙ্গলবার (১০ আগস্ট) রাত ৭টার দিকে একটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

টিকাগুলো গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা ডা. ফারুক আহমেদসহ বিমানবন্দরে কর্মরত অধিদফতরের কর্মকর্তারা। এর আগে চীনের বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।এর আগে এদিন সকালে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসেবে টিকাগুলো দেশে আসবে।বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা প্রথম দফায় গত ৩ জুলাই দেশে এসেছে। পরে দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা দেশে আসে। গত ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন। প্রথম দফায় ১২ মে সিনোফার্মের ৫ লাখ ডোজ আর দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

You might also like