২৫ অক্টোবর থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে পক্ষকালব্যাপি কমিউনিটি উৎসব
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ মহামারীর সময়ে সহযোগিতাকারী স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানাতে এবং প্রতিবেশীদের একত্রিত করতে দুই সপ্তাহব্যাপী কমিউনিটি উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে মেয়রের কোভিড রিকোভারি ফান্ড থেকে দেয়া হয় ৫০ হাজার পাউন্ডের নগদ সহায়তা।মহামারীর কারণে সংকটের মুখোমুখি হওয়া টাওয়ার হ্যামলেটসের অর্থনীতি, স্বাস্থ্য ও সামাজিক খাতকে পুনরুদ্ধারের লক্ষ্যে ৩ মিলিয়ন পাউন্ডের মেয়রস্ কোভিড রিকোভারি ফান্ড গঠন করা হয়।
এই তহবিলের মাধ্যমে করোনাভাইরাস মহামারীর প্রভাব থেকে বের হয়ে আসতে স্থানীয় বাসিন্দা, ব্যবসা বাণিজ্য ও কমিউনিটি সংগঠনগুলোর কাজে সহযোগিতা করতে প্রায় ৩ মিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তা দিতে কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ।আগামী ২৫ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই কমিউনিটি উৎসবের মধ্যে থাকবে স্ট্রিট পার্টি, সাপার ক্লাব, ফ্যাশন শো, শিল্পকলার ক্লাসসমূহ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা।স্পিটালফিল্ডস্ সিটি ফার্ম আয়োজন করবে দু’টি সাপার ক্লাব অর্থাৎ সান্ধ্যকালীন ভোজ, যার একটি হবে সেই সকল বাসিন্দাদের জন্য যারা মহামারীজনিত কারণে সামাজিকভাবে বিচ্ছিন্নতাবোধ করছেন এবং অপরটি হবে স্থানীয় স্বেচ্ছাসেবীদের অবদানকে উদযাপনের জন্য।
স্পিটালফিল্ডস ফার্ম বা খামারে উৎপাদিত ফল, সব্জি, ভোজ্য ফুল ও ভেষজ দিয়ে ৭০ জন অতিথির জন্য খাবার তৈরী করবেন ফার্মের রন্ধন কার্যক্রমের সাথে জড়িতরা।ব্ল্যাক হিস্ট্রি মান্থ অর্থাৎ কৃষ্ণাঙ্গ জনগোষ্টির ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি উদযাপনের মাসের সাথে মিলিয়ে অনেকগুলো কর্মসূচির আয়োজন করবে আর্টস এন্ড কমিউনিটি সেন্টার পপলার ইউনিয়ন। এসব কর্মসূচির মধ্যে থাকবে কালো ডিজাইনারদের তৈরী পোষাক নিয়ে ফ্যাশন শো, ফটোগ্রাফি ওয়ার্কশপ, ডান্স এবং আর্টস ক্লাসসমূহ।পক্ষকালব্যাপী এই কমিউনিটি উৎসবের অংশ হিসেবে কাউন্সিলের পক্ষ থেকেও ‘মহামারিকে স্মরণ করা’র বিশেষ কিছু অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা করা হচ্ছে। মহামারিতে যারা প্রাণ হারিয়েছেন এবং বারার বাসিন্দাদের সহযোগিতায় কঠোর পরিশ্রমকারী স্টাফ ও স্বেচ্ছাসেবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এসব অনুষ্ঠানের মাধ্যমে।
এছাড়া আগামী বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য আরেকটি কমিউনিটি উৎসবের জন্য আরো ৫০ হাজার পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে।টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, আইসোলেশন বা বিচ্ছিন্নতা এবং একাকীত্ব কমানোর লক্ষ্যে এবং মহামারীর সময়ে বারাকে চলমান রাখতে অনন্য ভূমিকা পালনকারী আমাদের স্বেচ্ছাসেবকদের দুর্দান্ত কাজকে উদযাপনের লক্ষ্যে কমিউনিটি উৎসব আয়োজনে সহযোগিতা করতে পেরে আমি গর্বিত।তিনি বলেন, আমাদের ৩ মিলিয়ন পাউন্ডের মেয়রস্ কোভিড রিকভারি ফান্ডের মাধ্যমে আমরা আমাদের অংশীদারদের প্রয়োজনীয় সহযোগিতা করতে সক্ষম হচ্ছি। এসকল সহযোগিতার মধ্যে যেমন রয়েছে ব্যবসায়িক সহায়তা, তেমনি মহামারির কারণে যারা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করা এবং তরুণদের চাকরি লাভে সহায়তা হয় এমন ধরনের সক্ষমতা প্রদান করা।
ডেপুটি মেয়র এবং লীড মেম্বার ফর কমিউনিটি সেফটি, ফেইট এন্ড ইক্যূয়েলিটিজ, কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, আমাদের স্বেচ্ছাসেবক এবং অবৈতনিক কেয়ারার বা দেখভালকারীদের কাজকে স্বীকৃতি দেওয়াটা সত্যিই গুরুত্বপূর্ণ। মেয়রস্ কোভিড রিকভারি ফান্ডের আওতায় আমরা এটা করতে পেরে আমি সত্যিই খুশি।তিনি বলেন, আমাদের অনেক বাসিন্দা আমাদেরকে বলেছেন যে কিভাবে মহামারী তাদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্ন ও একাকীত্বের দিকে ঠেলে দিয়েছে। এই কমিউনিটি উৎসব সেই বিচ্ছিন্নতা বা দূরত্বকে অনেকটা কমিয়ে আনতে সাহায্য করবে বলে আমি আশা করছি। লোনলিনেস বা একাকীত্ব সমস্যা দূরীকরণ প্রকল্পে আমরা ১৮০ হাজার পাউন্ড এবং হোমলেসনেস সাপোর্ট ওয়ার্কারদের সহায়তা খাতে আরো ৯০ হাজার পাউন্ড বরাদ্দ করেছি।