যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের শোক সভা পালন।

সৈয়দ হিলাল সাইফ
সত্যবাণী

লন্ডনঃ জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ১৭ই আগস্ট মঙ্গলবার লন্ডনস্থ ব্রিকলেইন কাফে গ্রীল রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপত্তিত্ব করেন শ্রমিক লীগের সভাপতি মো:শামীম আহমেদ এবং অনুষ্ঠান’টি পরিচালনা করেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: চন্দন মিয়া।বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটসের স্পিকার সাবেক ছাত্র নেতা আহবাব হোসেন।

বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চেীধূরী।
আওমীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি মাসুক ইবনে আনিস।আওমীলীগের প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক আনছারুল হক।আওমীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ।আওমীলীগের গণসংযোগ বিষয়ক সম্পাদক
শ্রী রবিন পাল।আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরির আলী।ইমিগ্রেশন সম্পাদক এম এ করিম।লন্ডন মহানগর আওমীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ। যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম অকিব, ও সুরমান হোসাইন। বাংলাদেশ কেটারার্স এসোশিয়েশনের সাধারণ সম্পাদক , ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের সভাপতি আসরাফ উদ্দীন।

শ্রমিক লীগের সিনিয়র সভাপতি আরুক চৌধুরী।যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের। যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ মিয়া।লন্ডন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনহার মিয়া, সহ সভাপতি সৈয়দ এহসান।শিক্ষা বিষয়ক সম্পাদক হান্নান মিয়া।সদস্য সাবেক অ সি আহবাব মিয়া।যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী।

সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন আহমেদ।জগন্নাথপুর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক হাসনাত আহমদ চুন্নু।ইস্ট লন্ডন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক।আওয়ামী লীগ নেতা গোলাম আলী।মামুন কবির।

তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক সিজিল মিয়া।যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন জগনু।
কৃষক লীগের সদস্য সচিব এম এ আলী।যুগ্ম আহ্বায়ক আসাদ উদ্দীন।লন্ডন মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক দারা মিয়া।

আরো উপস্থিত ছিলেন সাহান মিয়া।আবু বকর,আবু মো: ইয়াহিয়া,বিজন , বুলবুল আহমেদ, তারেক লাহীন, মুসলিম উদ্দীন, আব্দুল মানিক,লুৎফুর রহমান,মতশির আলী।
সুরুক মিয়া,আব্দুর রব, ও প্রমূখ।

You might also like