জাপান থেকে আরও ৮ লাখ টিকা আসছে

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার চতুর্থ চালান জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।শনিবার (২১ আগস্ট) ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে ৭ লাখ ৮০ হাজার টিকা ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।শুক্রবার (২০ আগস্ট) জাপানে বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয়, নতুন চালানসহ এ পর্যন্ত ২৪ লাখ টিকা বাংলাদেশকে দিলো জাপান। দেশটি কোভ্যাক্সের মাধ্যমে ৩০ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।উড়োজাহাজে করে টিকার চালান ঢাকায় পাঠানোর সময় রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ টোকিওর নারিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

You might also like