আফগান স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রীর নাম ঘোষণা তালেবানের

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

আফগানিস্তান: কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর আজ মঙ্গলবার তালেবান তাদের নতুন সরকারের দুইজন মন্ত্রী ও নতুন গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে। আফগান বার্তা সংস্থা পাজহোকের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।খবরে বলা হয়, অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে গুল আঘাকে। আর ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সদর ইব্রাহিম। গোয়েন্দাপ্রধান হিসেবে নজিবুল্লাহকে নিয়োগ দিয়েছে তালেবান। আর কাবুলের গভর্নর হিসেবে মোল্লা শিরিন ও হামদুল্লাহ নোমানিকে রাজধানীর মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছাড়ছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। এর মধ্যে দেশটির অধিকাংশ এলাকার দখল নিয়েছে তালেবান। ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে গোষ্ঠীটি।

You might also like