হবিগঞ্জের বানিয়াচংয়ে দু‘পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ‘সহ ১০জন আহত

শরিফ চৌধুরী
সত্যবাণী

হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে দু‘পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ সহ ১০ জন আহত হয়েছে।আহতদের মধ্যে গুরুতর আহত নূর হোসেন(৬২),রিপা বেগম(২২),মৌসুমী(২৩) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।অন্যান্য আহতদেরকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় দু‘জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট রাত সাড়ে ৮ টায় বানিয়াচং উপজেলার ৪ নম্বর ইউনিয়নের প্রথমরেখ গ্রামে।এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রথমরেখ গ্রামের নূর হোসেন ও রহিম মিয়ার মধ্যে পূর্ব বিরোধের সূত্রে দু‘পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।সংঘর্ষের এক পর্যায়ে রহিম মিয়ার লোকজন গুরুতর আহত নূর হোসেন সহ তার পক্ষের মেয়েছেলেকে মারপিট করে গুরুতরভাবে আহত করে।এ ঘটনায় বানিয়াচং থানা পুলিশ রহিম মিয়ার পক্ষের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বানিয়াচং থানায় নিয়ে যায়।এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য দু‘জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবেনা।

You might also like