দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১১৪ মৃত্যু, শনাক্ত ৪৯৬৬

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৫ হাজার ৬২৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৯৬৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৫ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে।এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৯৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৪ লাখ ৬৯ হাজার ৩৫৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ কোটি ১৬ লাখ ৭৬ হাজার ২৪০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬২৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।

You might also like