হবিগঞ্জের বানিয়াচংয়ে মৎস সমিতিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১,আহত ১০

শরিফ চৌধুরী
সত্যবাণী

হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে মৎস্য সমিতির হিসাব চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে এক ব্যাক্তি নিহত হয়েছে।আহত হয়েছেন আরো ১০ জন৷ গুরুতর আহত ১ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।নিহত ব্যাক্তি উপজেলার পূর্ব পুকড়া গ্রামের মাজেদ আলরি পুত্র ইউনুস আলী(২২)।ঘটনাটি ঘটেছে ২৮ আগস্ট শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার ৯ নম্বর পুকড়া ইউনিয়নের পূর্ব পুকড়া গ্রামে।

এলাকাবাসী ও থানা পুলিশ  সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার পূর্ব পুকড়া গ্রামের মৎস্যজীবী সমিতির হিসাব চাওয়া নিয়ে একই গ্রামের মন্নর আলী গংদের সাথে ইউনুস আলীর বিরোধ তৈরি হয়।ঘটনার সময় এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়কালে মন্নর গংদের ফিকলের আঘাতে ইউনুস আলী গুরুতরভাবে আহত হয়।এ সময় তার মা মিনা বেগম এগিয়ে আসলে তাকেও ফিকল দিয়ে আঘাত করলে তিনিও গুরুতর আহত হন। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে কমপক্ষে ১০ জন আহত হয়৷

আহত মা ও ছেলেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যা্ওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউনুস আলিকে মৃত ঘোষনা করেন।গুরুতর আহত মিনা বেগমকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।আসামীদেরকে গ্রেফতার করতে থানা পুলিশ অভিযান অব্যহত রেখেছে।এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন,পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

You might also like