সিনোফার্মের আরও প্রায় ৫৬ লাখ টিকা পৌঁছেছে ঢাকায়

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনা মহামারির বিষাক্ত ছোবলে ঊর্ধ্বমুখী সংক্রমণ রেখার লাগাম কষতে সারাদেশে গণটিকা কার্যক্রম পরিচালনা করছে সরকার। ফলে বিশ্বের বিভিন্ন উৎস থেকে আসছে করোনা প্রতিরোধী টিকা। এরই ধারাবাহিকতায় চীন থেকে সিনোফার্মের প্রায় ৫৬ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সিনোফার্ম থেকে কেনা মোট ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা সোমবার রাত ২টা ১০ মিনিটে দেশে এসে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বেক্সিমকোতে নেওয়া হবে। সেখানে এই টিকা সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম সিনোফার্মের ২০ লাখ টিকা আসার কথা জানিয়েছিলেন।

You might also like