আজ দেওয়া হয়েছে সাড়ে ১১ লাখ ডোজ টিকা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ গণটিকার আওতায় দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন ছিল আজ বুধবার। এদিন দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ১১ লাখ ৫৪ হাজার ১৬৭ ডোজ টিকা। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ লাখ ৫৩ হাজার ৩৭৩ জনকে।এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৬১ লাখ ৮৯ হাজার ৩২৯ ডোজ টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন।স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ৯১১ জনকে।পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক জন।এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৬৪ হাজার ৮৫৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৩৪ জন।মডার্নার টিকা আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৪২৭ জনকে।এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন।

You might also like