সৌধের আয়োজনে এলিয়টের ওয়েস্টল্যান্ড এবং নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ও টি এস এলিয়ট বিরচিত পাশ্চাত্য আধুনিক কবিতায় যুগান্তকারী কাব্যকৃতি ওয়েস্টল্যান্ড বা পোড়োজমির গৌরবময় শতবর্ষ এবার উদযাপিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের লিডস শহরের সেভেন আর্টস থিয়েটারে ২ অক্টোবর রোজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে।ইউরোপে ভারতীয় মার্গসঙ্গীত ও দক্ষিণ এশীয় শিল্প, সাহিত সঙ্গীতের শীর্ষ সংস্থা সৌধ সোসাইটি অব পোয়েট্রি এন্ড ইন্ডিয়ান মিউজিকের ব্যবস্থাপনায় এই বিশেষ উদযাপনে মঞ্চায়িত হবে কবি টি এম আহমেদ কায়সার পরিচালিত বিশেষ কাব্য-আলেখ্য দ্যা রেবেল এন্ড দ্যা ওয়েস্টল্যান্ড। এতে এলিয়টের চরিত্র রূপায়ন করছেন কবি ও নাট্যকার জন ফার্নডন এবং নজরুলের চরিত্রে থাকছেন আবৃত্তিকার মানস চৌধুরী। এলিয়টের সাক্ষাৎকার গ্রহনকারী অধ্যাপক শিব কে কুমারের চরিত্রে অভিনয় করবেন শান্তনু গোস্বামী। মূল কবিতা দুটোর নাটকীয় পাঠ ও অভিনয়ে থাকছেন কবি বেকি চেরিম্যান, কবি এরিক শিলান্ডার, কবি মাইলস সল্টার, শ্রী গাঙ্গুলী,কানিজ ফাতেমা চৌধুরী, এহসান আহমাদ রাজ, মোহাম্মদ সাদিফ, মিলি বসু, অভ্র ভৌমিক প্রমুখ।
আলোক প্রক্ষেপন ও ব্যবস্থাপনায় থাকছেন পাবলো খালেদ।সঙ্গীত-ব্যবস্থাপনায় প্রীতম সাহা।এছাড়াও এই কবিতা দুটোর ঐতিহাসিক প্রেক্ষিত এবং বিশ্ব-কবিতায় এর অমোঘ প্রভাব নিয়ে বক্তব্য রাখবেন লিডস ট্রিনিটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যের অধ্যাপক কবি ওজ হার্ডউইক এবং লিডস-উত্তরপূর্বাঞ্চলের সাংসদ ফেবিয়ান হেমিল্টন ।পরিচালক আহমেদ কায়সার জানান, এলিয়ট এবং নজরুলের মত মহান কবির অনন্য সাহিত্যকর্ম অয়েস্ট ল্যান্ড ও বিদ্রহী নিঃসন্দেহে বিংশ শতকের অবক্ষয়বাদী আধুনিক কাব্য-ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। দি রেবেল এন্ড দ্যা ওয়েস্টল্যান্ডের মঞ্চায়নে আমরা বেছে নিয়েছি কিছু সাংকেতিক মিল বা সাদৃশ্যের জায়গা; যেখানে এলিয়ট শেষ করছেন ভারতীয় মহামন্ত্র শান্তি! শান্তি! শান্তি উদ্ধৃত করে, সেখানে, অন্যদিকে, উপনিবেশবাদ-বিরোধী বাঙালি কবি নজরুল গাইছেন তার সর্বপ্লাবী বিদ্রোহের ইশতেহার! স্ফলিঙ্গ জ্বলে উঠছে কবিতার ছত্রে ছত্রে – এতেও কি প্রকারান্তরে নিহত আছে শান্তি-অন্বেষন বা অবগাহনের ইঙ্গিতও?
আহমেদ কায়সার জানান, এই উদযাপনের মধ্য দিয়ে আমরা বিশ্বের দুই প্রধান কবিতার শক্তি, সৌকর্ষ ও সুষমা আরও বিপুলভাবে পৌঁছে দিতে চাই বিবিধ সংস্কৃতি ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের কাছে। এই অভিনব কাব্য-আলেখ্যে অভিনয়, আবৃত্তি, অথবা নাটকীয় দৃশ্য-পরিক্রমার সঙ্গে রয়েছে হৃদয়স্পর্শী সঙ্গীতও। ফলে, দর্শকেরা নাটক বা কবিতার সৌন্দর্যের পাশাপাশি সঙ্গীতের ঘোর নিয়েই বাড়ি ফিরবেন বলে আশা করছি।বাংলা ও ইংরেজি দুই সমৃদ্ধ কাব্য-ঐতিহ্যের প্রধান দুই কবিতার শতর্ষ উদযাপনে দ্যা রেবেল এবং দ্যা ওয়েস্টল্যান্ড মঞ্চায়িত হবে ১৪ ই মার্চ লন্ডনের রিচমিক্স থিয়েটারে এবং পরবর্তীতে বৃটিশ লাইব্রেরি,হাউজ অব কমন্স, ম্যানচেস্টার মিউজিয়াম সহ বৃটেনের বিভিন্ন আর্টভ্যানুতে, বিভিন্ন শহরে।