বিমানবন্দরে শনিবার থেকেই করোনা টেস্ট

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃস্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে প্রবাসীদের করোনা পরীক্ষা শুরু হবে।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দরে স্থাপন করা আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ পরিদর্শন করে এ তথ্য জানান তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর কাজ চলছে। আশা করছি আজ সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে।বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব কয়টি বসবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মোট ৬টি ল্যাবে ১২টি মেশিন বসানো হবে। প্রতিদিন এখানে অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুত পরীক্ষার জন্য র‍্যাপিড পিসিআর ল্যাব ও সাধারণ পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা শনাক্তে পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। সে নির্দেশের ১৬ দিন পর আজ বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা করিয়ে যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ব্যবস্থা করা হলো।

You might also like