বার্মিংহামে ‘প্রবাসে মুক্তিযুদ্ধ, বিলেতের স্মৃতিচারণ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
নিউজ ডেস্ক
সত্যবাণী
বার্মিংহাম: রি- ইউনিয়ন মেমোরী ১৯৭১, বার্মিংহামের আয়োজনে প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দবির আহমদ এর লিখিত ‘প্রবাসে মুক্তিযুদ্ধ বিলেতের স্মৃতিচারণ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান গত ২১ সেপ্টেম্বর বিকাল ছয়টায় বার্মিংহামের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। বশির মিয়া কাদিরের সভাপতিত্বে এবং আকমল খান ও তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্মিংহাম নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার স্বর্ণালী চন্দ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আলোচক ছিলেন বিলেতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রদূত ডঃ তোজাম্মেল হক এমবিইসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা লেখক দবির আহমেদের ভূয়সী প্রশংসা করে বলেন এই বইটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে। বিলেতে জন্ম নেওয়া বাংলাদেশি নতুন প্রজন্মের জন্য বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করারও দাবি জানান বক্তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।