জগন্নাথপুরে নতুন পানিতে মাছ শিকার দেখতে জনতার ঢল
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈশাখের আগেই আগাম বন্যার আশঙ্কায় প্রশাসনের নির্দেশে অনেকে জমির আধা পাকা ধান কর্তন করেছেন।শেষ পর্যন্ত বন্যা তো দুরের কথা বৃষ্টির পানিও হয়নি। এর মধ্যে গত কয়েক দিন ধরে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জগন্নাথপুরে টানা বৃষ্টিপাত চলছে। অবশেষে এসব বৃষ্টিপাতে মঙ্গলবার সকাল থেকে জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদী সহ বিভিন্ন নদ-নদীতে নতুন পানি এসেছে। তাই প্রতি বছরের মতো এবারো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন পানিতে বিভিন্ন ধরণের জাল দিয়ে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ শিকারে ঝাপিয়ে পড়ে শিশুরা। তা দেখতে উৎসুক জনতার ঢল নামে নদীর দুই পাড়ে। এটাই হচ্ছে প্রকৃতির খেয়াল।