শেখ হাসিনার জন্মোৎসবে ছাতকে লাখো মানুষের ঢল
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ শুভ শুভ শুভ দিন,শেখ হাসিনার জন্মদিন- লাখো মানুষের কন্ঠের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ছাতক শহর।ছাতক-দোয়ারা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই জন্মোৎসবের আয়োজন করা হয়।আজ মঙ্গলবার দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলে দলে মিছিল নিয়ে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন ছাতক শহরে। আনুষ্ঠানিকভাবে কেক কাটার পর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয় বিকেল ২টায়। এর আগেই শেখ রাসেল মিনি স্টেডিয়াম লোকে লোকারণ্য হয়ে পড়ে। ছাতক পৌরসভাসহ দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সকল ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুনসহ শ্লোগানে-শ্লোগানে ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে লোকজন সভা স্থলে এসে জড়ো হন। দিনভর ছাতক শহরে যেন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো। সুসজ্জিত করা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও এর আশপাশ এলাকা।
ছাতক পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক ও প্রতিষ্ঠাকালীন পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, বাংলাদেশের স্বাধীনতার রূপকার যেমন বঙ্গবন্ধু তেমন উন্নত বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা। ইতিহাসের স্বরূপ অনুসন্ধান করলে পাওয়া যাবে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন; আর তা রক্ষার দায়িত্ব পালন করছেন তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়ন ও বিকাশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার মিছিলে এগিয়ে চলেছে অদম্য গতিতে। এখন বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনা একবিন্দুতে মিলিত হয়েছেন। শেখ হাসিনা মানেই স্বপ্ন, শেখ হাসিনা মানেই এগিয়ে যাওয়া। ইতিমধ্যে শেখ হাসিনা নিজের বিচক্ষণতা আর দুরদর্শিতা দিয়ে নিজেকে শুধু দক্ষিণ এশিয়ারই নয় বিশ্বের অন্যতম শক্তিধর ও জনপ্রিয় নেত্রী এবং রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
এমপি মানিক আরও বলেন, রাজনৈতিক প্রজ্ঞা দিয়েই তিনি ছাতক-দোয়ারাবাসীর স্বপ্নপুরণে এই আসনে আমাকে ৭ বার নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করতে মনোনীত করেছেন। ছাতক-দোয়ারার যত উন্নয়ন সবই আওয়ামী লীগের হাত দিয়ে হয়েছে। তাই শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে ছাতকে আজ এই জনসমুদ্র। এই এলাকার সুনাম সমৃদ্ধি ও উন্নয়ন যাদের সহ্য হয়না ইতিহাস তাদের ক্ষমা করবেনা। ছাতক সুনামগঞ্জ রেলপথ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা সফল হবে না।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, বঙ্গবন্ধু কন্যা নিজেই একজন রতœ। তাই তিনি রতœ চিনতে ভুল করেন না। ছাতক-দোয়ারার মানুষ তথা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের জন্য মুহিবুর রহমান মানিক শেখ হাসিনার উপহার। শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ জয় করেছে ক্ষুধা ও দারিদ্রকে। শেখ হাসিনা এ দেশকে, এ জাতিকে নিয়ে যাচ্ছেন সকল প্রকার উন্নতির চরম শিখরের দিকে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো বিশ্বের সবচেয়ে সুখী ও সমৃদ্ধশালী জাতির অংশ।
ছাতক উপজেরা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সদস্য আফজাল হোসেন, পৌর আয়োমীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক কাউন্সিলর তাপস চৌধুরী ও সিলেট মহানগর স্বেচ্চাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদের যৌথ পরিচালনায় জন্মোৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক, অধ্যক্ষ মঈনুদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকটে আকতারুজ্জামান সেলিম , প্রবীণ সাংবাদিক তাপস পুরকায়স্থ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আফতাব হোসেন খান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামী লীগ নেতা গয়াছ আহমদ, আব্দুল খালিক, দেওয়ান তানভীর আশরাফি চৌধুরী বাবু, মহিলা ভাইস চেয়ারমম্যান সালেহা বেগম ও লিপি বেগম, দোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক জসিম উদ্দিন রানা, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া প্রমুখ।সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি। সভায় কোরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি।