হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৬টি অবৈধ করাতকল বন্ধ করে দিলো প্রশাসন

শরিফ চৌধুরী
সত্যবাণী

হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর আওতায় অবৈধ করাত কল বিরোধী এক অভিযান পরিচালিত হয়। এসময় ১জনকে জেল জরিমানা এবং ৬টি অবৈধ করাত কল বন্ধ করে দেয় প্রশাসন৷

(২৯ সেপ্টেম্বর) বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এর নেতৃত্বে বন বিভাগ, পুলিশ বিভাগ এবং আনসার বাহিনীর যৌথ সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ৬টি অবৈধ করাত কল বন্ধ করে দেওয়া হয়, এবং এসকল করাতকলের সকল যন্ত্রপাতি জব্দ করা হয়। এছাড়া একজন করাতকল মালিককে ২ মাসের কারাদণ্ড প্রদান ও ২হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেন, সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা, রঘুনন্দন রেঞ্জ এবং মোঃ আব্দুল কাদের, উপ-পুলিশ পরিদর্শক।

You might also like