সিলেট জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব লন্ডনে
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ সিলেট জেলা পরিষদের নির্বাচিত মেম্বার,সিলেট জেলাবারের আইনজীবী,সিলেট জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জননেতা এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব যুক্তরাজ্যে এক সংক্ষিপ্ত সফরে আসেন।তিনি গত ২৩ সেপ্টেম্বর লন্ডনে এসে পৌছাঁন।লন্ডনে থাকাকালীন তিনি প্রবাসী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এসময় তাকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্যে সংবর্ধনাও প্রদান করা হয়।সবংর্ধনা অনুষ্ঠানগুলোতে ইউকের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এডভোকেট এম মুজিবুর রহমান মুজিবের সাথে এক মতবিনিময় সভা গত ২৯ সেপ্টেম্বর এসেক্সের অভিজাত রেস্টুরেন্ট ‘ব্র্যান্ড উডে’ অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বন্ধুমহলের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিলেট মহানগর যুবদলের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপুর সভাপতিত্বে এবং লন্ডন মহানগর বিএনপি’র সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক মিসবাউল জামান সোহেল, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, এডভোকেট তাহের চৌধুরী পাবেল, এনামুল হক ইনু, আকলুছ মিয়া, কলচেষ্টার থেকে আগত মিসবাহ উদ্দিন, গোলাম নেওয়াজ চৌধুরী শিমু, লুটন থেকে আগত আবুল কয়েছ, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক জিএস রোমান আহমেদ চৌধুরী, নেজাম উদ্দিন, জি এম অপু শাহরিয়ার, আব্দুল আহাদ, কামরান আহমেদ চৌধুরি, মুহিব হোসেন, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের সাবেক সহ-সভাপতি
মুজিবুর রহমান মুজিব, আব্দুল হক সহ আরও অনেকে। সভায় বক্তারা এডভোকেট এম মুজিবুর রহমান মুজিবের নানা সামাজিক কর্মকান্ড সম্পর্কে আলোচনা করেন, এবং রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেন।এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব আয়োজক, তার বন্ধু এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকার সার্বিক উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন, এবং সকলের সহযোগিতা কামনা করেন।তিনি এলাকার উন্নয়নে প্রবাসিদের আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব সময় স্বল্পতার কারণে পরিচিত নেতাকর্মীদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে পারেননি এবং অনেকগুলো সভাতে উপস্থিত হতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন।তিনি লন্ডনের এ সংক্ষিপ্ত সফর শেষ করে গত ১৪ অক্টোবর বাংলাদেশের উদ্দেশ্যে ফিরে যান, এবং তিনি ১৫ অক্টোবর সহিসালামতে বাংলাদেশে পৌছাঁন।