বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধে পার্লামেন্ট স্কয়ার ও বিবিসি‘র সামনে প্রতিবাদ সমাবেশ

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধে ব্রিটিশ সরকার ও ব্রিটিশ মিডিয়ার দৃষ্টি আকৃষ্ট করতে গতকাল ২৭ অক্টোবর বুধবার বেশ কয়েকটি সামাজিক,–সাংস্কৃতিক,মানবাধিকার ও ধর্মীয় সংগঠন লন্ডনের পার্লামেন্ট স্কয়ার ও বিবিসি‘র সামনে বাংলাদেশে হিন্দু হত্যা ও বিভিন্ন মাইনরিটি সম্প্রদায়ের জান মালের নিরাপত্তা চেয়ে সমাবেশ করেছে। সকাল ১১টায় হাউজ অব কমন্সের সামনে পার্লামেন্ট স্কয়ারে শত শত মানুষ ব্রিটেনের বিভিন্ন প্রান্থ থেকে ব্যানার ফেষ্টুন নিয়ে সমবেত হয়। এসময় তারা ধারাবাহিক ভাবে বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চিহ্নিত উগ্রবাদীদের হামলা বিশেষ করে সাম্প্রতিক সময়ে দূর্গাপূজার সময় কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু হত্যা, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেয়। এসময় প্রতিবাদ কারীদের সাথে এত্মতা পোষন করে বক্তব্য রাখেন ক্ষমতাসীন কনজারভেটিব দলীয় এমপি বীরেন শর্মা। বীরেন শর্মা বলেন বিষয়টি তিনি ব্রিটিশ পার্লামেন্টে তুলবেন। সমাবেশে সেকুলার মুভমেন্টের মুখপাত্র কাউন্সিলার পুষ্পিতা গুপ্তার সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর দুপুর দুই ঘটিকায় সমাবেশকারীরা মাইল খানেক দুরে বিবিসি‘র সামনে গিয়ে সমাবেশ করে এবং বিবিসি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ব্রিটিশ এমপিদের ববাবরে একটি স্মারক লিপি প্রদান করেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন শর্মিলী দাস, জিতেন হালদার, অজিত বর্মণ, দেবাশীশ দে, সাগর চৌধুরী সহ আরো অনেকে।

You might also like