ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউপি নির্বাচন: নৌকা বনাম বিদ্রোহী

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামঞ্জের ছাতক উপজেলার গ্রামঞ্চল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে।প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইউপি নির্বাচনকে কেন্দ্র্র করে বইছে উৎসবের আমেজ।পোস্টারে ছেয়ে গেছে উপজেলার সবগুলো এলাকা।হাট-বাজারে নির্বাচনী আলাপ-আলোচনা এখন তুঙ্গে।এবারের নির্বাচনে বিএনপি সরে দাঁড়ালেও স্বস্তিতে নেই আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা।কারণ ভোটের মাঠে এবারও তাদের নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের মুখোমুখি হতে হচ্ছে।উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান গয়াছ আহমদ,আ.লীগ (নৌকা), শফিকুল হক(আনারস), লন্ডন প্রবাসি নানুমিয়া(চশমা),হাফিজুর রহমান (ঘোড়া),আব্দুল খালিক (মোটরসাইকেল),মিজানুর রহমানমানিক (টেবিলফ্যান), প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এবারে এই ইউনিয়নে আ.লীগ দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন শফিকুল হক, তারা একই ওয়ার্ডের দু’জন চেয়ারম্যান প্রার্থী হন।

বর্তমান চেয়ারম্যান গয়াছ আহমদ এবারও নৌকার কান্ডারি হয়েছেন। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বপ্ন পূরণে নৌকা মার্কায় ভোট চাইছেন। গয়াছ আহমদ ভোটারদের বলছেন আওয়ামী লীগ মানেই দেশের উন্নয়ন। উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত নির্বাচনের মতো এবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিতা বজায় রাখার আহবান জানিয়েছেন।তবে এবারে আ.লীগ শত্রু আ.লীগ মধ্যে বিদ্রোহী প্রার্থী হয়ে জনগনের চায়ের টেবিলে আলোচনা ও সমালোচনায় রয়েছেন প্রবাসি শফিকুল হক। আ.লীগ কিছু নেতাকর্মীরা তার পক্ষে ভোটারদের কাছে গিয়েও ভোট চাইছেন। ভোটাররা বলছেন সুসময়ের বসন্তের কোকিল দুঃসময়ে থাকে না।এই ইউনিয়নে আ.লীগ দু প্রার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি ভোট লড়াই হতে পারে বলছেন ভোটাররা। তবে শেষ সময়ে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক (নৌকা প্রতীক) বিজয়ী হবে বলছেন ভোটাররা।এ ইউপির ভোট কেন্দ্র ৯টি, ভোট ও বুথ কেন্দ্র ৫৯, পুরুষ ভোটার ১০হাজার ৮শত ৮৮ ও মহিলা ভোটার ১০হাজার ৫শত ৫৪টি, মোট ভোটার ২১হাজার ৪শত ৪২টি ভোট দেবেন ।

You might also like