নাইট্রাস অক্সাইড – কোন হাসির ব্যাপার নয়!
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ লাফিং গ্যাস হিসেবে পরিচিত নাইট্রাস অক্সাইডের ব্যবহারের সাথে যুক্ত অসমাজিক আচরণ বা কার্যকলাপ নিয়ে টাওয়ার হ্যামলেটস্ বারার বাসিন্দারা তাদের ক্রমবর্ধমান উদ্বেগের কথা কাউন্সিলকে জানিয়েছেন।কাউন্সিল এবং তার অংশিদার পুলিশ ও হাউজিং এসোসিয়েশনগুলো এই নাইট্রাস অক্সাইড ব্যবহারের কারণে রাস্তা ফুটপাত পার্ক অবর্জনাময় করা সহ সমাজবিরোধী আচরণের অসংখ্য অভিযোগ পেয়েছে।এরই প্রেক্ষিতে, এ সপ্তাহে কাউন্সিল তার ‘নো লাফিং ম্যাটার’ ক্যাম্পেইন পুণরায় চালু করেছে।এটি কোন হাসির ব্যাপার নয়’ শীর্ষক এই ক্যাম্পেইনটি হচ্ছে নাইট্রাস অক্সাইড ব্যবহারের সাথে যুক্ত সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ মোকাবেলায় একটি সম্মিলিত প্রয়াস।গত সপ্তাহান্তে বিগ ক্লিন আপ শীর্ষক পরিচ্ছন্ন অভিযানের মূল প্রতিপাদ্য ছিলো নাইট্রাস অক্সাইড।এই পরিচ্ছন্ন অভিযানে কাউন্সিলর সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারগণ,সেন্ট ক্যাথরিন এন্ড ওয়াপিং ওয়ার্ড প্যানেল সহ স্থানীয় জনসাধারণ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।