ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘বিলেতে বাংলা সাংবাদিকতা: সংকট ও সম্ভাবনা ‘শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ১১ই নভেম্বর বৃহস্পতিবার ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘বিলেতে বাংলা সাংবাদিকতা : সংকট ও সম্ভাবনা ‘ শীর্ষক এক সেমিনার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ।সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরী ও ট্রেজারার সাইদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাক থেকে প্রকাশিত দৈনিক মানব কন্ঠ পত্রিকার সম্পাদক দুলাল আহমদ চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার আবুল কালাম ,বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম্যান শেখ মো: মফিজুর রহমান ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডাইরেক্টর এখলাছুর রহমান ।সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন -বিশিষ্ট সাংবাদিক ও দর্পন ম্যাগাজিনের সম্পাদক মো: রহমত আলী ।

সেমিনারে আলোচনায় অংশ নেন -সাংবাদিক রেজা ফয়সল চৌধুরী শোয়েব ,সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম ,সাংবাদিক ও কবি আজিজুল আম্বিয়া ,সাংবাদিক আব্দুর রশীদ , লেখক ও সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার ,সাংবাদিক আফসর উদ্দিন ,কবি কলামিষ্ট শিহাবুজ্জামান কামাল ,সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদ ,সাংবাদিক ফখরুল ইসলাম ,সাংবাদিক ও টিভি প্রেজেন্টার জয়নুল আবেদীন ও কমিউনিটি নেতা লোকমান উদ্দিন ।পবিত্র কুরআন থেকে তেলাওত করেন – সমাজকর্মী শফিক মিয়া ।বক্তারা সেমিনারে বলেন যে -বৃটেনে কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়া এক যূগান্তকারী ভূমিকা পালন করছে ।কিন্তু বাংলা মিডিয়া আর্থিক সমস্যায় ভূগছে ।বাংলা মিডিয়াকে কমিউনিটি ,কাউন্সিল ও সরকারের সহযোগিতা করা উচিত ।

বক্তারা বলেন -বিলেতে বেড়ে ওঠা ছেলে মেয়েদের বাংলা শেখানোর জন্য কাউন্সিলের ফাণ্ড বন্ধ করে দেওয়ায় বাংলা ভাষা ক্ষতিগ্রস্ত হয়েছে ও আগামীতে। বাংলা ভাষার পাঠক সংকোচিত হবে ।তাই বৃটেনে বাংলা ভাষাকে ঠিকিয়ে রাখার জন্য বাংলাদেশ হাইকমিশন ,স্থানীয় সরকার সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।প্রধান অতিথি দুলাল আহমদ চৌধুরী বলেন যে -বৃটেনের মেইন স্ট্রীমের নিত্য নতুন সংবাদের মাধ্যমে বাংলা পত্রিকা প্রকাশ করা দরকার ও বাংলা ভাষার উন্নয়নে সবাই কাজ করা দরকার ।ইউকে বাংলা প্রেস ক্লাবের সদস্যরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান ও প্রধান অতিথিকে একটি আকর্ষণীয় ক্রেষ্ট প্রদান করেন ।সেমিনারে বিপুল সংখ্যক সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।সাংবাদিক আমিনুর রহমান সিলেটী অনলাইন থেকে সরাসরি সভার কর্মকাণ্ড সম্প্রচার করেন।সেমিনারে চ্যানেল এস ,এনটিভি ,টিভি ওয়ান ,বাংলা টিভি ,আই ওন টিভির প্রতিনিধিরা নিউজটি কাভার করেন ।কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন -মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব কলা মিয়া ,প্রভাষক আব্দুল হাই ,মাওলানা রফিক আহমদ ,আলহাজ্ব নুর বকশ ,হাজী ফারুক মিয়া ,ব্যাংকার সৈয়দ সুহেল আহমদ ,মাওলানা তাজুল ইসলাম ,হাজী আব্দুল খালিক প্রমুখ ।সেমিনারে নৈশ ভোজের আয়োজন করা হয় ।

You might also like