প্রধানমন্ত্রীর দেয়া ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত” বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা( পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাংগীরনগর ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নির্মিত ১০ টি ঘর পরিদর্শন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নির্মিত ঘরগুলো পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসমিন নাহার রুমা।
ইতোমধ্যে উক্ত কর্মসূচির আওতায় সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের মোট ৭৩ জন শিক্ষার্থীর মাঝে চার লক্ষ টাকার শিক্ষা বৃত্তি এবং ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব মো. আরিফ আদনান, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী জনাব মো. আনোয়ার হোসেন এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

You might also like