ট্রাম্পকে ফের বাঙ্কারে লুকাতে বললেন সিয়াটলের মেয়র

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

যুক্তরাষ্ট্রঃ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে উদ্ভূত আন্দোলন নিয়ে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির সিয়াটল শহরের মেয়র জেনি ডারকান।বৃহস্পতিবার (১১ জুন) টুইটারে বাকযুদ্ধের এক পর্যায়ে ট্রাম্পকে মুখ বন্ধ রেখে হোয়াইট হাউসের বাঙ্কারে ঢুকতে বলেছেন জেনি ডারকান।ট্রাম্প সিয়াটল শহরে আন্দোলনকারীদের দমন করতে সেখানে হস্তপেক্ষ করার হুঁশিয়ারি দিয়ে টুইট করেন। আন্দোলনকারীদের তিনি সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন। ট্রাম্পের টুইটের জবাবে জেনি ডারকান এ কথা বলেন।

তবে জেনি ডারকান ছাড়াও ট্রাম্পকে টুইটের জবাব দিয়েছেন ওয়াশিংটন রাজ্যের গভর্নর জয় ইনসলে। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি টুইটারে লিখেছেন, তিনি (ট্রাম্প) শাসক হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। তার উচিত ওয়াশিংটন রাজ্য নিয়ে কথা না বলা।সিয়াটল মেয়র টুইটে লিখেছেন, আমাদের নিরাপদে থাকতে দিন। আপনি বাঙ্কারে যান।এদিকে আফগানিস্তানে তালেবানবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের হাতে সংঘটিত যুদ্ধাপরাধ তদন্তের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসি’র এই তদন্ত ঠেকাতে এবার খোদ আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১১ জুন) ট্রাম্প এ নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন তাদের অনলাইন ভার্সনে এ খবরে জানিয়েছে।সিএনএন বলছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের হাতে ঘটে যাওয়া যুদ্ধাপরাধ তদন্তে একমাস আগে সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক আদালত। ওই তদন্ত যেন না চলে এজন্য আইসিসি’র সঙ্গে কাজ করছে এমন সকল ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।শুধু যুক্তরাষ্ট্র নয়, আফগানিস্তান যুদ্ধে তাদের মিত্র ছিল এমন দেশের বিরুদ্ধে তদন্ত করতে চাইলে এই নিষেধাজ্ঞা সমানভাবে কার্যকর হবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

You might also like