ফের ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম

নিউজ ডেস্ক
সত্যবাণী

চট্টগ্রাম: চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।শনিবার (২৭ নভেম্বর) বিকেলে ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপেছিল, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ওই একই এলাকার কাছাকাছি।

রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলেও জানান জহিরুল ইসলাম।চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা বিষু দাশ ঢাকা পোস্টকে বলেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি। এদিকে পরপর দুই দিন ভূমিকম্প হওয়ায় চট্টগ্রাম নগরীর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

You might also like