মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

গোপালগঞ্জঃ  গোপালগঞ্জের মধুমতি বিধৌত কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।রোববার বিকাল ৫টায় কেকানিয়া শামসুল উলুম মাদ্রাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে শেখ মোহাম্মদ আবদুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মোহাম্মদ আবদুল্লাহর কফিনে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করা হয়।জানাজার নামাজ পড়ান ধর্ম প্রতিমন্ত্রীর ভাগিনা কাকরাইল মাদ্রাসার শিক্ষক মুফতি আমির হোসেন। পরে বিকাল ৫টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী কামাল, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জাসহ প্রাশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এর আগে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সযোগে বিকাল পৌনে ৫টায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ কেকানিয়া গ্রামে এসে পৌঁছায়। এ সময় কেকানিয়া গ্রামে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।শনিবার রাতে মিন্টুর রোডের সরকারি বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। রাত পৌনে ১২টার দিকে দ্রুত তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার সকালে করোনা পরীক্ষা করা হলে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

You might also like