শান্ত-জয়ের ব্যাটিংয়ে স্বস্তিতে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
বাংলাদেশ: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা দুর্দান্ত কাটাচ্ছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে ব্যাট হাতেও দুর্দান্ত করছে মুমিনুলবাহিনী। নিজের দ্বিতীয় টেস্টেই অর্ধশতক হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়। এর আগে ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্তও।
প্রতিদেবদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৪১ রান। নাজমুল হোসেন শান্ত ৬১ ও মাহমুদুল হাসান জয় ৫৩ রানে ব্যাট করছেন। শাদমান ইসলাম ২২ রান করে নিল ওয়াগনারের বলে সাজঘরে ফিরেছেন।নিউজিল্যান্ডের চেয়ে আর ১৮৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। হাতে রয়েছে ৯টি উইকেট। নিজেদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগেরদিন করা ২৫৮ রানের সঙ্গে আজ ৭০ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারিয়েছে তারা।শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট দখল করেছেন। মুমিনুল হক শিকার করেছেন ২টি উইকেট।