৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা দেয়ার উদ্যোগ ব্রাজিলের

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ব্রাজিল: ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার অনুমোদন দিয়েছে। এদিকে ছুটির দিনে ঘোরাফেরা ও অমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেয়ার কারণে দক্ষিন আমেরিকার জনবহুল এ দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। খবর এএফপি’র।
ব্রাজিলের স্বাধীন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা আনভিসা ফাইজার-বায়োএনটেকের তৈরি শিশু-উপযোগী ডোজ নিরাপদ ও কার্যকর এমন ঘোষণা দেয়ার তিন সপ্তাহ পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সবুজ সংকেত দেয়া হলো।ব্রাসিলিয়ায় স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা বলেন, ‘শিশুদের টিকা দিতে চাওয়া সকল বাবা-মাকে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড টিকা দেয়ার নিশ্চয়তা দেবে।ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ চূড়ান্ত অনুমোদন দেয়া হলো।এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার প্রকাশ করা সর্বশেষ উপাত্ত অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৭৫৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। গত ৫ অক্টোবরের পর থেকে একদিনে আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ।

You might also like