“বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে যুক্তরাজ্য সরকার ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের বিশেষ অবদান রয়েছে”

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বাংলাদেশ হাইকমিশন, লন্ডন বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। এ উপলক্ষ্যে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, ‘‘১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে এবং পরবর্তীতে পশ্চিমা বিশ্ব থেকে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি ও কমনওয়েলথের সদস্য পদ লাভের ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের বিশেষ অবদান রয়েছে।

হাই কমিশনার এজন্যে যুক্তরাজ্য সরকার ও যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ-বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রগতিশীল, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে, বিশেষ করে তরুণ প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের অংশগ্রহনের আহ্বান জানান।অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেয়া মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ হাই কমিশন ১৯৭২ সালের ৮ জানুয়ারি লন্ডনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সফরের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে Bangabandhu In Britain t The Historic 8 January’’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। ভার্চুয়াল অনুষ্ঠানটি যুক্তরাজ্য সময় বেলা ২:৩০ টা থেকে ৪:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সবাইকে নিচের লিংকের মাধ্যমে এ বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।

https://bhclondon-org-uk.zoom.us/j/85701678891

You might also like