স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা-গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

খুলনা: সম্মিলিত সামাজিক আন্দোলন খুলনা বিভাগের উদ্যোগে এবং খুলনা জেলা শাখার আয়োজনে আজ ১৫ জানুয়ারি ২০২২ শনিবার সকাল ১০টায় বিএমএ ভবন মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা ও মুক্তিযোদ্ধা-গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ্যাড. প্রসেনজিৎ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএমএ-এর সাবেক সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সানোয়ার সামছী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, কেন্দ্রীয় সদস্য কারশেদ আলম। সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ’৭২-এর সংবিধান পুনঃ প্রতিষ্ঠা করাই একমাত্র পথ। বক্তারা আরও বলেন, দেশব্যাপী কালো টাকার দৌরাত্ম ও ঘুষ-দুর্নীতি, নারী-শিশু ধর্ষণ-নির্যাতন, মৌলবাদী শক্তির প্রসার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সকল রোধ করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সভার শেষপর্বে মুক্তিযোদ্ধা-গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা হলেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শওকাত, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায় এবং গুণীজন হিসেবে হায়দার গাজী সালাউদ্দিন রুনু, শ্রমিক নেতা মোজাম্মেলক হক, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন রেজা, অধ্যাপিকা সাকেরা বানু। অধ্যাপক রিপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন জোয়ার্দ্দার, এ্যাড. প্রীতিষ কুমার মÐল, দেবপ্রসাদ গাইন, নিশিত রঞ্জন মিস্ত্রী, অধ্যক্ষ দেবপ্রসাদ মÐল, কামরুল গাজী, লাকী আজমীর, প্রভাষক সুব্রত মিস্ত্রী, এ্যাড. মিলন মোহন মÐল, বন্যা সরকার প্রমুখ।

You might also like