মোল্লারগাঁও সৈয়দ শাহ্ হাজী মোঃ করম আলী (রহ) এর মাজার পরিচালনা কমিটির সভা

নিউজ ডেস্ক
সত্যবাণী

দক্ষিণ সুরমা: হয়রত সৈয়দ শাহ্ হাজী মোঃ করম আলী ( রহ) ওরফে কেরাম আলী রহ এর ওরুস উপলক্ষে ১৪ জানুয়ারী শুক্রবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হয়রত সৈয়দ শাহ্ হাজী মোঃ করম আলী ( রহ) ওরফে কেরাম আলী রহ এর মাজার পরিচালনা কমিটি ও লতিপুর গ্রামবাসীর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
মাজার পরিচালনা কমিটির সভাপতি ও মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আকরম মিয়া, কোষধ্যক্ষ আকবর মিয়া,সদস্য ইউনুছ আলী,সোনা উল্লাহ, বাবুল মিয়া,নিজাম মিয়া,মনির মিয়া, নামর মিয়া,আফজল মিয়া, ছাদেক মিয়া,নিজাম আহমদ, মফুক আহমদ,সাইফুল ইসলাম, বাপ্পু আহমদ,জয়নুল ইসলাম, হবিবুর রহমান,ডাঃ মুনসুর মিয়া,আব্দুল মোমিন,আবুল কালাম,আবদাল আহমদ,আজম আলী প্রমুখ।উল্লেখ্য আগামী ৯ ফেব্রুয়ারী বুধবার হয়রত সৈয়দ শাহ্ হাজী মোঃ করম আলী ( রহ) ওরফে কেরাম আলী রহ এর ওরুস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ওয়াজ ও মিলাদ মাহফিল, খতমে কোরআন, আখেরী মোনাজাত মধ্যে দিয়ে শেষ হবে।

You might also like