সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে–হাবিবুর রহমান হাবিব এমপি

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিন বিনামূল্যে বইসহ শিক্ষার উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিচ্ছে। ইনশাল্লাহ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে খুব শিগগির-ই শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। তিনি শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেটের স্থানীয় শিক্ষার্থীদের মান উন্নয়নে সকলকে কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রবাসীরা শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয়।

এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল (১৯ জানুয়ারি) বুধবার দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রবাসী আহবাবুর রহমান মিরনের অর্থায়নে নির্মিত শহীদ মিনারের উদ্বোধনি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক জাকারিয়া লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. মিসবাউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, যুক্তরাজ্যস্থ দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহবাবুর রহমান মিরন, প্রবাসী জামাল খান, প্রবাসী শায়েস্তা মিয়া, প্রবাসী নজরুল ইসলাম, প্রবাসী রেজান আলী কয়েছ, প্রবাসী আব্দুল মতিন ও বালাগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্কুল ও কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক চেয়ারম্যান আফম শামীম। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এম এ মালেক, দেওয়ান আব্দুর রহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, আওয়ামী লীগ নেতা ছহুল এ মুমিন, মইনুল ইসলাম সালেহ, শিরমান আলী, কয়ছরুল আলম কয়েছ, চুনু মিয়া, সুহেল বারী, শিহাবুল হক, মাসুম আহমদ, রুহুল আমিন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, যুবলীগ নেতা বদরুল ইসলাম তুহিন প্রমুখ।প্রধান অতিথি বিদ্যালয়ের মাঠ উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এরআগে প্রধান অতিথি ফলক উন্মোচনের মাধ্যমে শহীদ মিনারের উদ্বোধন করে এতে পুস্পস্তবক অর্পন করেন।

You might also like