গণস্বাস্থের কীট অকার্যকর : যা বললেন ডা. বিজন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের কিট কার্যকর নয় বলে এর কার্যকারিতা যাচাই শেষে প্রতিবেদনে উল্লেখ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।তবে গণস্বাস্থ্য কেন্দ্র বলছে, দুশ্চিন্তার কারণ নেই।তাদের কিটের প্রতি তাদের আস্থা আছে।

বুধবার (১৭ জুন) দুপুর বিএসএমএমইউর প্রতিবেদন পাওয়ার পরও নিজেদের কিটের প্রতি আস্থা থাকার বিষয়ে জানান গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‌্যাপিড ডট ব্লট কিটের প্রধান বিজ্ঞানী ড.বিজন কুমার শীল।তিনি বলেন,আমরা প্রতিবেদন সম্পর্কে এখনও কিছু জানি না,আমাদেরকে জানানো হয়নি।প্রতিবেদনটা পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।রিপোর্ট পাওয়ার পর তা বিশ্লেষণ করে দেখবো,কার্যকর নয় কেন? সেটা কোন আঙ্গিকে তারা বলল।সেটা দেখার পর আমরা ব্যবস্থা নেব।দুঃশ্চিন্তার কোনো কারণ নাই।আমরা তো আমাদের কিটকে চিনি।আমাদের কিটের প্রতি আমাদের আস্থা আছে।

You might also like