শাবিপ্রবি ভিসির অব্যাহতির দাবীতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের প্রতীকী অনশন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার,অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হলগুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার দাবীতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের প্রতীকী অনশন চলছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রতীকি অনশন চলছে এবং বিকেল পর্যন্ত চলবে। তাদের অনশন কর্মসূচীতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব তারেক মিয়ার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন।এছাড়াও উপস্থিত আছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, হুশিয়ার আলম, সদর থানা ছাত্রদলের আহবায়ক রমজানুল করিম পাপন, সদস্য সচিব ওমর ফারুক, সিনিয়র সদস্য শাহ রাহুল, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছাদিকুর রহমান চৌধুরী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মমিনুর রহমান পীর শান্ত সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।