সস্ত্রীক করোনায় আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

হন্ডুরাস: করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেস।তার স্ত্রী অ্যানা গার্সিয়ার শরীরেও প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সংবাদ সম্মেলনে মঙ্গলবার নিজের ও স্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান হার্নান্দেস।সপ্তাহের শেষ দিকে আমি কিছুটা অসুস্থতা বোধ করছিলাম।আজ পরীক্ষায় দেখা গেছে,আমি কভিড-১৯ এ আক্রান্ত।”করোনায় আক্রান্ত হলেও লক্ষণগুলো খুবই সামান্যই বলে জানিয়েছেন ৫১ বছর বয়সী এই প্রেসিডেন্ট।আর তার স্ত্রীর কোনো লক্ষণই নেই।অরল্যান্ডো জানিয়েছেন, চিকিৎসাধীন থাকার সময়ে অনলাইনে দাপ্তরিক কাজ করে যাবেন তিনি।

মার্চের মাঝামাঝিতে হন্ডুরাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই এর বিস্তার রোধে সামনে থেকেই নানা পরিকল্পনা নেন হার্নান্দেস।নানা মুখী পদক্ষেপের ফলে লাতিন আমেরিকার দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতি এখন পর্যন্ত অনেকটাই নিয়ন্ত্রণে।হন্ডুরাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনো ১০ হাজার পার হয়নি। মৃত্যুর সংখ্যা ৩৩০ জন।সামাজিক আইসোলেশনে, মাস্কের ব্যবহার ও হাত ধোয়া উদ্বুদ্ধকরণে নানামুখী পদক্ষেপ নেয় হার্নান্দেসের সরকার। কারফিউয়ের সময় জনসাধারণকে ঘরে থাকতে বাধ্য করতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

You might also like