বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৫ যাত্রী নিহত
নিউজ ডেস্ক
সত্যবাণী
বগুড়া: যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে বগুড়ার শেরপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।বুধবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকালে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে বাসটি সিরাজগঞ্জমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম বানিউল আনাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী মারা গেছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।