ছাতক থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে আন্ত:জেলা ডাকাত বাচ্চু গ্রেফতার

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশ এক শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত বাচ্চু মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা কওে তাকে গ্রেফতার করা হয়।আন্তঃজেলা ডাকাত বাচ্চু মিয়া উপজেলার বাতিরকান্দি গ্রামের ইসমাইল আলীর ছেলে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমান এর নেতৃত্বে, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান, এসআই আতিকুল আলম, এসআই মুহিন উদ্দিন, এসআই দীপংকর, এসআই মোহাম্মদ আলী, এসআই আনোয়ার মিয়া, এসআই শামছুল আরেফিন, এসআই নাজমুল ইসলাম, এসআই মাসুদ রানা, এসআই মোশারফ হোসেন, এএসআই সোহেল রানা, এএসআই মিলাদ হোসেন, এএসআই ফরিদ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।পুুলিশ সুত্রে জানা যায়, আন্তঃজেলা ডাকাত বাচ্চু মিয়ার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতাকৃতকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You might also like