দোয়ারাবাজার উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী তানভীর আশরাফী চৌধুরী বিজয়ী
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোর্হী প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিচ) নিয়ে ১৯ হাজার ৯ শত ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী এম এ বারী (আনারস) প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬শত ৮৭ ভোট, আওয়ামীলীগ মনোনীত নূরুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬শত ৭৩ ভোট ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু সালেহ (লাঙল) প্রতীক নিয়ে পেয়েছেন ২০০ ভোট।বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে নির্বাচনে বিজয়ী প্রার্থীর নাম ও নির্বাচনী ফলাফল নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ১ম পর্যায়ে দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। তিনি নৌকা প্রতীকে পান ৩১ হাজার ৫৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিদ্রোহী প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিস) প্রতীকে পান ২০ হাজার ১২১ ভোট। কিন্তু গত ২০২১ সালের বছরের ৩০ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে মারা যান দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম (৭৫) । ফলে আসনটি শূণ্য হয়ে যায় ।