রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে নর্ড স্ট্রিম-২ পাইপলাইন ‘ধ্বংসের’ প্রতিশ্রুতি বাইডেনের

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

যুক্তরাষ্ট্রঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, মস্কো প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়ার গ্যাস ইউরোপে নিতে নির্মিত বিতর্কিত নর্ড স্ট্রিম-২ পাইপলাইন ‘ধ্বংস করে ফেলা’ হবে। খবর এএফপি’র।জার্মানির চ্যান্সেলর ওলফ স্কলজের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘রাশিয়া আগ্রাসন চালালে, তখন নর্ড স্ট্রিম-২ পাইপলাইন ধ্বংস করে ফেলতে কোন বিলম্ব করা হবে না। রাশিয়ার ট্যাঙ্ক বা সৈন্য ইউক্রেন সীমান্ত অতিক্রম করলেই এটি আগ্রাসন হিসেবে ধরে নিয়ে তা করা হবে।বাইডেন বলেন, এমনটা ঘটলে ‘আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে তা ধ্বংস করে ফেলা হবে।’

 

You might also like