বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীর সংবর্ধনা কাল

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ‘৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি, সিলেটের কৃতীসন্তান ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীকে ‘বীর মুক্তিযোদ্ধা’র স্বীকৃতি প্রদান করেছে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর আজীবন সংগ্রামী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীর এ অর্জন উপলক্ষে আগামীকাল (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরির জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা বাবু ভূপেন্দ্র ভৌমিক দোলন এবং বিশেষ অতিথি থাকবেন পার্টির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা গাজী এনায়েতুর রহমান।এতে পার্টির সর্বস্তরের সদস্য, সমর্থক ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী এবং মহানগর শাখার আহবায়ক মাছুম আহমদ ও সদস্য সচিব শ্যামল কপালী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

You might also like