গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের পক্ষ থেকে কমিউনিটি নেতা ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর রুগ মুক্তিকামনা
ছায়ফুল আলম লেমন
সত্যবাণী
লন্ডনঃ বৃটেনের বাংলাদেশ কমিউনিটির বৃহত্তর সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ারকাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় কমিটির সাবেক জয়েন্ট সেক্রেটারী ও ওয়েলস রিজিওনাল এর সাবেক চেয়ারপার্সন বৃটেনেরকমিউনিটি নেতা,সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার থেকে কার্ডিফের একটিহাসপাতালে চিকিৎসাধীন আছেন। আগামী ১১ দিন তাকে হাসপাতালে আইসোলেশনে থাকতে হবে, এবং আগামী ২১ শেফেব্রুয়ারী সোমবার মকিস মনসুর এর অপেন হার্ট সার্জারী হওয়ার সম্ভাবনা রয়েছে।মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনার হার্ট অপারেশন সাকসেসফুল করে মোহাম্মদ মকিস মনসুর কে দ্রুত রুগ মুক্ত করেনএই কামনা করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের চেয়ারপার্সন বারিষ্টার আতাউর রহমান,সাধারন সম্পাদক খসরু খান ,কোষাধ্যক্ষ সালেহআহমদ,জিএসসির পেট্রন হাসনাত এম হোসেইন এমবিই, কে এম আবু তাহের চৌধুরী ও আলহাজ্ব নাসির আহমদ,সাবেককেন্দ্রীয় চেয়ারপার্সন মনছব আলী, কেন্দ্রীয় সহ সভাপতি মীর্জা আসহাব বেগ, বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ,ব্যারিস্টার মাসুদচৌধুরী,এ এফ এম চুন্নু, আশরাফ আহমেদ। সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাধারন সম্পাদকফজলুল করীম চৌধুরী, ট্রেজারার সুফী সুহেল আহমদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন ফখর উদ্দিন আহমদ, সাধারনসম্পাদক ফিরোজ খান, ট্রেজারার মোঃ সিতার আহমদ, চেস্টার নর্থ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন আব্দুল মালিক,সাধারনসম্পাদক মোঃ জসিম উদ্দিন, ট্রেজারার মোঃ কয়সর মিয়া, স্কটল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন নজরুল ইসলাম, সাধারনসম্পাদক আতাউর রহমান,কোষাধ্যক্ষ আব্দুল মিয়া লিটন , সাউথ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন আসকর আলী, ভারপ্রাপ্তসেক্রেটারি রকিবুর রহমান, ও ট্রেজারার এ বি রুনেল, ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল মালিক কুটি, সাধারন সম্পাদকনজরুল ইসলাম এবং ট্রেজারার মোঃ আবুল মিয়া ,এসেক্স শাখার সাধারন সম্পাদক আব্দুল হক আবু, ট্রেজারার গোলামমোস্তফা , ব্রেডফোর্ড শাখার চেয়ারপার্সন তৌফিক আলী মিনার, সাউথ ওয়েষ্ট রিজিয়নের সভাপতি হেলাল আহমদ তপাদার, জেনারেল সেক্রেটারী সৈয়দ আবু সাঈদ আহমদ, ট্রেজারার সৈয়দ আখলাকুল আম্বিয়ারাবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ জনাব মকিস মনসুর এর আশু সুস্থতা কামনা করেন।