ইউক্রেন বিষয়ে আলোচনা করতে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান আইএইএ’র
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
ভিয়েনা: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) রোববার জানিয়েছে, তারা ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে তাদের গভর্নর বোর্ডের বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করেছে। খবর এএফপি’র।সংস্থার এক বিবৃতিতে বলা হয়, বৈঠকটি আইএইএ’র ভিয়েনা সদরদপ্তরে আগামী বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়,মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইউক্রেনের পারমাণবিক স্থাপনা ও উপকরণের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে অত্যন্ত আন্তরিকতার সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছেন।ইউক্রেনে পরমাণু বর্জ্যে মজুদ কেন্দ্রের পাশাপাশি চারটি সক্রিয় পরমাণু বিদ্যুত কেন্দ্র রয়েছে। এসবের একটি হচ্ছে চেরনোবিল।আর সেখানেই ১৯৮৬ সালে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাশিয়ার সৈন্যরা এ স্থানের নিয়ন্ত্রণ নেয়।ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, রাশিয়া এ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে জনজীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ রেডিয়েশন লেভেল বেড়ে গেছে। তবে আইএইএ জানায়, এ লেভেল নিম্ন পর্যায়ে রয়েছে এবং তা এখন পর্যন্ত জনজীবনের জন্য কোন ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়নি।