এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
বাংলাদেশঃ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।আঙুলের ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। ইনজুরি থেকে সুস্থ হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে ফিরেছেন তিনি। ইয়াসির আলির জায়গায় একাদশে মুশি। আজ টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিক।আগের ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে আফগানিস্তান। মুজিব উর রহমান ও কায়েস আহমেদের জায়গায় একাদশে সুযোগ হয়েছে উসমান ঘানি ও শরাফুদ্দিন আশরাফ। প্রথম টি-টোয়েন্টি ৬১ রানে জিতে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মাহেদি হাসান, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আজমতুল্লাহ ওমারজাই, করিম জানাত, ফজলহক ফারুকি, উসমান ঘানি, শরাফুদ্দিন আশরাফ ও দারউইশ রাসুলি।