সুনামগঞ্জে সাবেক স্বামীর হাতে বাউল শিল্পী রিপা খুন র‌্যাবের জালে ঘাতক মিল্টন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় ভাড়াটিয়া বাসায় পারিবারিক কলহের জেরে সাবেক স্বামীর দাড়াঁলো অস্ত্রের আঘাতে সাবেক স্ত্রী বাউল শিল্পী রিপা বেগম(৩৫) খুন হয়েছেন অভিযোগ উঠেছে।খুনের সাথে জড়িত সাবেক স্বামী আব্দুল হানিফ মিল্টন মিয়াকে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা।ঘাতক স্বামী সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের মৃত. লেবু মিয়ার পুত্র।আজ রবিবার সকাল ১১টার সময় পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার গুলজার মিয়ার ভাড়াটিয়া বাসায় থাকা অবস্থায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।নিহতের নাম রিপা বেগম (২৬)। নিহত রিপা পৌর শহরের বড়পাড়া এলাকার মদরিছ মিয়ার কন্যা।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, নিহত রিপা বেগম স্থানীয় বাউল শিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে গান বাজনা করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন। ৭/৮ বছর পূর্বে ঘাতক স্বামী আব্দুল হানিফ মিল্টন মিয়ার সাথে গানের অনুষ্ঠানে পরিচয় হয়। এর পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মিল্টন মিয়া ও রিপা বেগমের ঔরষে ১টি কন্যা সন্তানও রয়েছে। ঘাতক সাবেক স্বামী আব্দুল হানিফ মিল্টন মিয়া মাদকসেবী হিসেবে তার পরিবারের সদস্যরা তাকে অনেকে আগেই বাড়ি থেকে বের করে দেয়ার পর বাউল শিল্পী রিপা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর শহরের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে থাকাবস্থায় মিল্টন মিয়ার সাথে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে এবং স্বামী মিল্টনের বন্ধু গুলজার নামে স্থানীয় এক ব্যক্তির সাথে পুনরায় বিয়ে করে জীবন যাপন করছিলেন নিহত রিপা আক্তার। গুলজার মিয়ার সাথেও মিন্টনের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে ঘাতক সাবেক স্বামী মিল্টন মিয়া গুলজার মিয়ার বাড়ীতে গেলে রিপা বেগমের সাথে ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে মিল্টন মিয়া দাড়াঁলো অস্ত্রের আঘাতে রিপার বাম গালে ও বুকে অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে তিনি নিহত হন।এ ঘটনায় র‌্যাব ঘাতক মিল্টন মিয়াকে আটক করতে সক্ষম হয়। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পিতা মদরিছ মিয়া জানান,গুলজার মিয়ার সহযোগিতায় ঘাতক মিল্টন রিপা বেগমকে খুন করেছে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো.ইফতেখার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব-৯ এর সদস্যদের হাতে ঘাতক স্বামী মিল্টন আটক হয়েছে বলে জানতে পেরেছি।

You might also like