দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিজয়ী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই প্রথমবারের মতো তিন ফরম্যাটের ক্রিকেট ম্যাচে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।সফররত বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৮ রানে জয়লাভ করে।আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট প্রেমি শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।তিনি আশা প্রকাশ করেন আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।