ভারতে কাঠের গোডাউনে আগুন লেগে ১১ শ্রমিকের মৃত্যু
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
ভারত: দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘুমন্ত অবস্থাতে অন্তত ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (২৩ মার্চ) স্থানীয় সময় ভোর রাতে ভৈগুদা নামক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া দ্য টাইমস অব ইন্ডিয়া।প্রতিবেদনে জানানো হয়, গোডাউনে আগুন লাগার পর সেখান থেকে জীবন বাঁচিয়ে বের হয়ে আসতে সক্ষম হয় এক দগ্ধ শ্রমিক। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ জানায়, কাঠের ওই গোডাউনটির ভেতরে ১২ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। ডিসিপি এম রাজেশ চন্দ্র গণমাধ্যমকে বলেছেন, যে গোডাউনে আগুন লেগেছে সেখান থেকে বের হওয়ার জন্য একটি শুধু একটি দরজাই আছে, যেটি অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে তালাবন্ধ ছিল।আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের মধ্যে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানিয়েছেন, গোডাউনটির ভেতরে ঘুমিয়ে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে একজন বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, গোডাউনটিতে থাকা ফাইবার ক্যাবল থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।