পরিবারের ৪ সদস্যসহ করোনায় আক্রান্ত তামিম ইকবাল।
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটার মাশরাফী ও অপুর পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওপেনার তামিম ইকবালের পরিবারের চার সদস্য।তার পরিবারের একটি সূত্র আজ শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।পরিবার সূত্র জানিয়েছে, প্রথমে নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।পরে তার স্ত্রী,সন্তান ও মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।এর আগে আজ শনিবার (২০ জুন) দুপুরে খবর আসে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা করোনায় আক্রান্ত। জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন মাশরাফি। পরে মাশরাফির রিপোর্ট আসে পজিটিভ। এরপরেই খবর আসে আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্ত হওয়ার।