দক্ষিণ সুরমায় ৫ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সিলেট-৩ আসনের এমপি,প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমার নির্বাচনী এলাকায় ব্রিজ-কার্লভার্ট ও সড়ক নির্মাণকাজ অব্যাহত থাকবে। এই নির্বাচনী এলাকাকে একটি নান্দনিক এলাকা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশে যে উন্নয়ন করে যাচ্ছে, তারই অংশ হিসেবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।’ এমপি হাবিব বলেন, ‘নির্বাচন এলে মৌসুমী পাখিদের আনাগোনা বেড়ে যায়। কিন্তু বাস্তবে কোন দুর্যোগ বা আপৎকালীন সময়ে তারা জনগণের পাশে থাকেন না। এদের প্রতি সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে’।

এমপি হাবিবুর রহমান হাবিব গত (২৫ মার্চ) শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলায় ৫ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে দু’টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের সূচনা উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৩ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে সিলেট-কামালবাজার সড়কের হাজরাই নামক স্থানে ব্রিজ এবং ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে লালাবাজার ইউনিয়নের ঈদগাহ বাজার-পশ্চিমভাগ-খালোপাড় রাস্তার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, জেলা আওয়ামী লীগ সদস্য এ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহিত হোসেন, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোমিন হোসেন, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, কামালবাজার ইউপি চেয়ারম্যান ইকরামুল হক, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগর, রৌশন আলী মেম্বার, আওয়ামী লীগ নেতা চেরাগ আলী, আহবাব হোসেন, সিরাজ আহমদ, ইছাক আলী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম তুহিন, লায়েক আহমদ জিকু, জেলা ছাত্রলীগ নেতা আহসান হাবিব জাবেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আওয়াল টিটু, মঞ্জুর আলী, নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দক্ষিণ সুরমা শাখার সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, লালাবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, রাসেল আহমদ, সানরাইজ সমাজকল্যাণ সমিতির কর্মকর্তা আল-আমিন, সুরমান আহমদ, এবাদুর রহমান প্রমুখ।

You might also like