ইউক্রেনে যুদ্ধের নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ভ্যাটিকান সিটি: পোপ ফ্রান্সিস রোববার ইউক্রেনের যুদ্ধের নিন্দা করে বলেছেন, সেখানে “নিষ্ঠুর ও বিবেকহীন” যুদ্ধের “বর্বরোচিত” কর্মকান্ড “ভবিষ্যত ধ্বংস করছে”।প্রার্থনা শেষে পোপ বলেন, ইউক্রেনে আগ্রাসনের পর থেকে, এই নিষ্ঠুর ও অর্থহীন যুদ্ধের এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে।ইউক্রেনের দুই শিশুর মধ্যে একজন বাস্তুচ্যুত উল্লেখ করে তিনি বলেন, “যুদ্ধ শুধুমাত্র বর্তমানকেই ধ্বংস করে না, বরং একটি সমাজের ভবিষ্যৎও ধ্বংস করে।” খবর এএফপির।সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া তীর্থযাত্রীদের উদ্দেশ্যে পোপ তার বাসভবন থেকে বলেন, যুদ্ধের পাশবিক কর্মকা- বর্বরোচিত ও নিন্দনীয়!পোপ ফ্রান্সিস একাধিক অনুষ্ঠানে সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছেন এবং ইউক্রেনে “গণহত্যার” নিন্দা করেছেন।

You might also like