দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অলআউট করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

ডারবা: ডারবান টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অলআউট করলো বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সফল বোলার ছিলেন পেসার খালেদ আহমেদ। ২৫ ওভারে ৯২ রানে ৪ উইকেট নেন তিনি। মেহেদি হাসান মিরাজ ৯৪ রানে ৩টি ও এবাদত হোসেন ৮৬ রানে ২টি উইকেট নেন। প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৩ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা ৫৩ ও কাইল ভেরিনি ২৭ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন ভেরিনি ২৮ রানে বিদায় নেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৩ রানে আউট হন বাভুমা। মিরাজের শিকার হবার আগে ১৯০ বল খেলে ১২টি চার মারেন বাভুমা। ৩৩২ রানে দক্ষিণ আফ্রিকার নবম উইকেটের পতন ঘটেছিলো। তবে শেষ উইকেটে মূল্যবান ৩৫ রান যোগ করেন সিমোন র্হামার ও ডুয়াইন ওলিভিয়ের।

You might also like