সাকিব আল হাসানের শাশুড়ি আর নেই
সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি।সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাকিবের শাশুড়ি।আজ (শনিবার) নরসিংদীতে গ্রামের বাড়িতে সাকিবের শাশুড়ির জানাজা ও দাফন সম্পন্ন হবে।তবে পারিবারিক সূত্র থেকে জানা যায়, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসা হচ্ছে না সাকিবের। মেয়েকে একা রেখে এই মুহূর্তে দেশে আসতে পারছেন না সাকিব। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।শাশুড়ি, মা ও দুই সন্তান অসুস্থ হয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরেছিলেন সাকিব। গত ১ এপ্রিল বড় মেয়ে আলায়না হাসান অব্রিকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। আলায়নার স্কুল খুলে যাবার কারনেই যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে সাকিবকে।